
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট | 214 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ প্রতিষ্ঠান বিদায়ী সপ্তাহে সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
১. রূপালী লাইফ ইন্সুরেন্স: রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
উল্লেখ্য, আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি ১৪ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ছিল ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।
২. সী পার্ল: সী পার্ল ৩০ জুন ২০২০ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ৬১ পয়সা এবং নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।
এজিএম অনুষ্ঠিত হবে ১৩.১১.২০২১। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬.০৯.২০২১
৩. দেশ জেনারেল ইন্সুরেন্স: দেশ জেনারেল ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা এবং নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা।
এজিএম অনুষ্ঠিত হবে ২৮. ৯০.২০২১। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩.০৯.২০২১
৪. পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৮.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা ৪ পয়সা। গত বছর লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।
৫. পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৮.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।
৬. ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৯২ পয়সা। গত বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ১ টাকা ৩৫ পয়সা।
৭. এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি মোট আয় করেছে ২ টাকা ৬২ পয়সা। গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ৮১ পয়সা।
৮. ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি মোট আয় করেছে ২ টাকা ৫৪ পয়সা। গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ২৬ পয়সা।
৯. ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৪ পয়সা। গত বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ১ টাকা ৩৭ পয়সা।
১০. এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি এবার ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা। গত বছর লোকসান ছিল ১ টাকা ২৮ পয়সা।
১১. ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি মোট আয় করেছে ২ টাকা ৬১ পয়সা। গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।
১২. আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটে আয় করেছে ২ টাকা ৩২ পয়সা। গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।
১৩. এফবিএফআইএফ : ৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছর লোকসান ছিল ১ টাকা ৫৫ পয়সা।
Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan