| ০৪ জানুয়ারি ২০১৯ | ২:৩৫ অপরাহ্ণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন দলটির উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে। এ জয় উদযাপন করতেই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।’
এরই মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পায় ২৫৭টি আসন।
বাংলাদেশ সময়: ২:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed