মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
নন-লাইফ বীমা খাত

২০২৪ সালে ১২৩৭ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   363 বার পঠিত

২০২৪ সালে ১২৩৭ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

২০২৪ সালে দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলো এক হাজার ২৩৭ কোটি ৪০ লক্ষ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা দাবি পরিশোধের এই হার ৩২ শতাংশ।

২০২২ সালে এ খাতে বীমা দাবি নিষ্পত্তির হার ছিল ৩৫ শতাংশ এবং ২০২৩ সালে ৪১ শতাংশ।

আইডিআরএ’তে পাঠানো দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির অনিরীক্ষিত তথ্যানুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের নন-লাইফ বীমা খাতে পুঞ্জিভূত অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৮৭১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ২০২৪ সালে এক হাজার ২৩৭ কোটি ৪০ লক্ষ টাকা বা ৩২ শতাংশ বীমা দাবি নিষ্পত্তি করা হয়।

আইডিআরএ’র অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, নন-লাইফ বীমা খাতের ৪৬ টি কোম্পানির মধ্যে ২০২৪ সালে শত কোটি টাকার ওপরে বীমা দাবি পরিশোধ করেছে ৪টি কোম্পানি। এর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ১৫৭ কোটি ২ লাখ টাকা; গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ১৩৯ কোটি ২৭ লাখ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ১২২ কোটি ৪ লাখ টাকা এবং সাধারণ বীমা করপোরেশন এক হাজার ৬১২ কোটি ১১ লক্ষের মধ্যে পরিশোধ করেছে ১৯৫ কোটি ১৩ লাখ টাকার বীমা দাবি।
আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৪ সালে ৪৬ টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাবি পরিশোধ করেছে ৩৩ কোটি ২৯ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৯৭.১৫ শতাংশ ।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিশোধ করেছে ১৮ কোটি ৪৫ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৯৬.৪০ শতাংশ। সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিশোধ করেছে ১০ কোটি ৫৭ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৯১.৬০ শতাংশ।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিশোধ করেছে ১৮ কোটি ৭৯ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৯০.৩৭ শতাংশ। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাবি পরিশোধ করেছে ১৩ কোটি ১১ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৮৭.৯৮ শতাংশ।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাবি নিষ্পত্তি করেছে ১৪ কোটি ৪০ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৮৪.৬৫ শতাংশ। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ কোটি ৬৫ লক্ষ, নিষ্পত্তির হার ৮৩.৫৫ শতাংশ। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২২ কোটি ০৪ লক্ষ, নিষ্পত্তির হার ৮১.৪৫ শতাংশ। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিষ্পত্তি করেছে ২৫ কোটি ৭৮ লক্ষ টাকার বীমা দাবি, নিষ্পত্তির হার ৮০ শতাংশ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাবি নিষ্পত্তি করেছে ২৩ কোটি ৬৯ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৭৮.৮৯ শতাংশ। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাবি নিষ্পত্তি করেছে ৬ কোটি ৩৬ লক্ষ, নিষ্পত্তির হার ৭৭.২৬ শতাংশ।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৯ কোটি ৩৯ লক্ষ, নিষ্পত্তির হার ৭৬.৩৭ শতাংশ।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ কোটি ৮০ লক্ষ, নিষ্পত্তির হার ৭৫.০৪ শতাংশ।
ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২২ কোটি ২০ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৭১.৪৪ শতাংশ।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিষ্পত্তি করেছে ১৩.০৩ কোটি টাকা, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ২৪.৫৮ কোটি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১.৬৮ কোটি, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ১৫৭.০২ কোটি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫.১১ কোটি, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৭.৪৬ কোটি, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৪.৬৭ কোটি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০.০১ কোটি, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ১৮.৭৫ কোটি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ৭.৯১ কোটি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ১৬.০৯ কোটি, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৬১.৮২ কোটি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ৮.৬০ কোটি, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৯.২৮ কোটি, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড ৫.৭৮ কোটি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩.১৫ কোটি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৩৯.২৭ কোটি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১১.৩০ কোটি, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩৫.৩০ কোটি, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫.৪০ কোটি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮.৭২ কোটি, বাংলাদেশ কো-অপারেটিভস ইন্স্যুরেন্স লিমিটেড ৩.২৯ কোটি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩.৪৬ কোটি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০.২৪ কোটি, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.০৬ কোটি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ১৪.৭৫ কোটি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩.০৭ কোটি, বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন ১৯৫.১৩ কোটি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭.৬৫ কোটি, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ০.৬০ কোটি, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৫.২৩ কোটি ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ৪৭ লক্ষ টাকা বীমা দাবি নিষ্পত্তি করেছে।

 

Facebook Comments Box

Posted ৯:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1779 বার পঠিত)
বিজ্ঞাপন
(1705 বার পঠিত)
বিজ্ঞাপন
(1376 বার পঠিত)
বিজ্ঞাপন
(1185 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।