মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
লাইফ ইন্স্যুরেন্স খাত

২০২৪ সালে ৮৫৯০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   357 বার পঠিত

২০২৪ সালে ৮৫৯০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

২০২৪ সালে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৫ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই তথ্য জানিয়েছে। বছরটিতে ৩৫ টি কোম্পানির কাছে গ্রাহকের মোট বীমা দাবির পরিমাণ ছিল ১২ হাজার ৯৬৫ কোটি ৭৪ লক্ষ টাকা। এরমধ্যে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লক্ষ টাকা পরিশোধ করায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ খাতে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৫ কোটি ০৬ লক্ষ টাকা। ২০২৩ সালে এ খাতে বীমা দাবি পরিশোধের পরিমাণ ছিল ৮৭৫৪ কোটি ৫৯ লক্ষ টাকা যা মোট দাবির ৭২ শতাংশ, ২০২২ সালে ছিল ৯ হাজার ২৫৯ কোটি ৩২ লক্ষ টাকা যা মোট দাবির ৬৭ শতাংশ।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৪ সালে জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির মধ্যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা দাবি পরিশোধ করেছে ৩২ কোটি ৮৪ লক্ষ টাকা, নিষ্পত্তির হার শতভাগ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ (এলআইসি) পরিশোধ করেছে ২ কোটি ৪৮ লক্ষ টাকা, নিষ্পত্তির হার শতভাগ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৩৮৯ কোটি ২০ লক্ষ টাকা, নিষ্পত্তির হার ৯৯.৯৫ শতাংশ। এছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮.৮৫ কোটি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১৮.২৬ কোটি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩৭৯.৭৭ কোটি, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১০.৬৫ কোটি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ২০৫.৯২ কোটি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩৬০.৯৭ কোটি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৫২.৯১কোটি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৩৮৭.১২কোটি, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৭.৫৩ কোটি, মেটলাইফ বাংলাদেশ ২৮৯৫.১৯ কোটি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ৪৩৮.৭৯ কোটি, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ১.৩৬ কোটি, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৭.২৪ কোটি, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ৫.৩৮ কোটি , এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ১.৩৯ কোটি, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ৩.৬০ কোটি, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১০.৪৩ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১১৮৩.৮৫ কোটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৭৮.৩৮ কোটি, জীবন বীমা কর্পোরেশন ৫৭২.৭৭ কোটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৮৮৬.৩৫ কোটি, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ২.৬১ কোটি, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ৯৪ লক্ষ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৪৫.৪০ কোটি, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮.১৭ কোটি, সানলাইফ ইন্স্যুরেন্স ২১.৭৯ কোটি, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৩৫.৬২ কোটি, বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৬.২২ কোটি , ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৯৪.২২ কোটি , পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১১.৭৫ কোটি, সানফ্লাওয়ার লাইফ ১২.৭৬ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এছাড়া ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত শান্তা লাইফ ইন্স্যুরেন্সের ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোনো বীমা দাবি আসেনি। ১৯৯৯ সালে অনুমোদনপ্রাপ্ত গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের কোনো আর্থিক বিবরণী আইডিআরএতে জমা দেয়নি।

 

 

Facebook Comments Box

Posted ৯:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।