বিবিএ নিউজ.নেট | সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 164 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : অগ্রণী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, বাটা সু, ডেল্টা স্পিনার্স, এডিএন টেলিকম, এনসিসি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ওয়ালটন, মার্কেন্টাইল ব্যাংক, একটিভ ফাইন, এএফসি এগ্রো, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, নিটল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, বিবিএস, বিডি অটোকার্স এবং বিবিএস কেবলস।
কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ২৫ এপ্রিল বিকাল ৫টায়, ট্রাস্ট ব্যাংকের ২৫ এপ্রিল দুপুর ২.১৫টায়, এশিয়া ইন্স্যুরেন্সের ২৬ এপ্রিল দুপুর আড়াইটায়, বাটা সু’র ২৫ এপ্রিল দুপুর ২.২০টায়, ডেল্টা স্পিনার্সের ২৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায়, এডিএন টেলিকমের ২৪ এপ্রিল বিকাল ৪টায়, এনসিসি ব্যাংকের ২৩ এপ্রিল বেলা ১১টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২৫ এপ্রিল দুপুর ২.১৫টায়, ওয়ালটনের ২৩ এপ্রিল বেলা ১১টায়, মার্কেন্টাইল ব্যাংকের ২১ এপ্রিল দুপুর আড়াইটায়, একটিভ ফাইনের ২৫ এপ্রিল দুপুর ২.১৫টায়, এএফসি এগ্রোর ২৫ এপ্রিল বিকাল ৩টায়, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২১ এপ্রিল দুপুর আড়াইটায়, শ্যামপুর সুগারের ২১ এপ্রিল দুপুর ২.০৫টায়, নিটল ইন্স্যুরেন্সের ২৪ এপ্রিল বিকাল ৩টায়, ইউনাইটেড ফাইন্যান্সের ২১ এপ্রিল দুপুর ২টায়, মুন্নু সিরামিকের ২৭ এপ্রিল দুপুর আড়াইটায়, মুন্নু এগ্রোর ২৭ এপ্রিল দুপুর ২.০৫টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৭ এপ্রিল বিকাল ৩টায়, মুন্নু ফেব্রিক্সের ২৬ এপ্রিল বিকাল ৩টায়, বিবিএসের ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টায়, বিডি অটোকার্সের ২১ এপ্রিল বিকাল ৪টায় এবং বিবিএস কেবলসের বোর্ড সভা ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স ও বাটা সু’র বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর ডেল্টা স্পিনার্স, এডিএন টেলিকম, এনসিসি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ওয়ালটন, মার্কেন্টাইল ব্যাংক, একটিভ ফাইন, এএফসি এগ্রো, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, নিটল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, বিবিএস, বিডি অটোকার্স ও বিবিএস কেবলসের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy