নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল ২০২০ | ২:০২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪৩ জন করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ও সুস্থ হয়েছেন পাঁচ জন। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর সংংখ্যা নেই।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে।
গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪৩ জনের করোনা শনাক্ত করা হয়। এখন পর্যন্ত জেলায় মোট ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৭৭ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
বাংলাদেশ সময়: ২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne