• ২৬৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল প্রাইম ব্যাংক

    বিবিএনিউজ.নেট | ১৮ জানুয়ারি ২০২০ | ৩:৫৩ অপরাহ্ণ

    ২৬৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল প্রাইম ব্যাংক
    apps

    স্নাতক পর্যায়ের ২৬৩ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক। প্রত্যেক মাসে ২ হাজার ৬০০ টাকা করে পাবেন তারা। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৭ সাল থেকে এ নিয়ে তিন হাজার ৬৮৪ দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃত্তি পেলেন।

    শনিবার রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে এই ‘শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৯’ অনুষ্ঠিত হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচির উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে।


    অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের বৃত্তিপ্রাপ্ত চারজন কৃতি শিক্ষার্থী, যারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

    এরপর ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ২৬৩ শিক্ষার্থীর নিজস্ব অ্যাকাউন্টে একযোগে বৃত্তির প্রাপ্ত অর্থ প্রদান করা হয়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি