নিজস্ব প্রতিবেদক | ০১ নভেম্বর ২০২২ | ১০:১৫ পূর্বাহ্ণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল এবং প্রাইম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেলের ডিভিডেন্ড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো এক টাকা ৩২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮৪ টাকা ৭৩ পয়সা।
এদিকে বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো এক টাকা ৩২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮৪ টাকা ৭৩ পয়সা।
বাংলাদেশ সময়: ১০:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan