নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 2176 বার পঠিত
এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২১ অক্টোবর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- এপেক্স এডেলকি ফুটওয়্যার এবং বিডি ফাইন্যান্স। এর আগে ১৮ ও ১৯ অক্টোবর স্পট মার্কেটে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যাপেক্স ফ্রটওয়্যার লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা। আগের বছর এক সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ৬২ পয়সা।
আগামী ২২নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।
এদিকে, অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকা করা হবে। এজন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতির জন্য আগামী ২৩ নভেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হবে।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan