নিজস্ব প্রতিবেদক | ০২ মার্চ ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ
ইজিএম ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ৫ মার্চ ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) গ্রামীণফোনের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ১০০ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অর্র্ন্তবতীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৩৩ টাকা ২০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২৭ টাকা ৭২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ২৭ পয়সা। আগামী ২৯ মার্চ ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
অপরদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করতে চায়। এ কারণে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। কোম্পানির ইজিএম আগামী ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে হবে।
বাংলাদেশ সময়: ৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |