নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। এগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার সিমেন্ট। রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আগামীকাল এ ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএিসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৮৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১৫ পয়সা। আগামী ৩০ মার্চ ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
প্রিমিয়ার সিমেন্ট ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১০ টাকা ৭০ পয়সা।
বাংলাদেশ সময়: ২:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan