• ৩০০ কোটি টাকা বিদেশি ঋণ পাচ্ছে আমান ফিড

    বিবিএ নিউজ.নেট | ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১২:৫৭ অপরাহ্ণ

    ৩০০ কোটি টাকা বিদেশি ঋণ পাচ্ছে আমান ফিড
    apps

    জার্মানির একটি আর্থিক কোম্পানি থেকে স্বল্প সুদে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড।

    কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    সূত্র জানায়, গত বৃহস্পতিবার জার্মানের ওই প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি আমান ফিডের কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা কোম্পানির উৎপাদন কর্মকাণ্ড ও বাজারজাত প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ঋণ সহায়তার মাধ্যমে কোম্পানিটির সার্বিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
    জানা যায়, কোম্পানির কাছে বেসরকারি ঋনদাতা প্রতিষ্ঠান এবি ব্যাংকের সুদ সমেত সর্বমোট প্রায় ২৬২ কোটি টাকা পাওনা রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানটি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এবি ব্যাংকের সুদসহ সমুদয় পাওনা পরিশোধ করা হবে।

    কোম্পানিটির কর্মকাণ্ডে বিদেশি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করণ এবং স্বল্প সুদে বিদেশি প্রতিষ্ঠানটির অর্থ সহায়তার বিষয়টি অনুমোদনের জন্য সময়মতো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট উপস্থাপন করা হবে। এ প্রসঙ্গে কোম্পনি সচিব মো. মনিরুজ্জামান বলেন, বিদেশী একটি কোম্পানির সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ জটিলতা কাটাতে এসব মিটিং হচ্ছে। সবকিছু ফাইনাল হলে বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানানো হবে।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি