নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 294 বার পঠিত
ঢাকা ইস্ট জোনের নিজস্ব ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর গাবতলী ও পাকুরিয়া বাজার এবং গাজীপুরের নলজানীতে আউটলেটগুলো উদ্বোধন করা হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজেন্ট আউটলেটগুলো উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনের প্রধান মোহাম্মদ উল্ল্যাহ। ব্যাংকের নির্বাহী, সংশ্লিষ্ট শাখাপ্রধান, আউটলেটগুলোর স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Posted ৭:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan