• ৫ বছরের জন্য নন-ইউরিয়া সার আমদানির অনুমোদন

    বিবিএনিউজ.নেট | ১৭ জানুয়ারি ২০২০ | ৮:২৮ পূর্বাহ্ণ

    ৫ বছরের জন্য নন-ইউরিয়া সার আমদানির অনুমোদন
    apps

    আগামী পাঁচ বছরের জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার নন-ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

    প্রতি বছর ১৩ লাখ মেট্টিক টন করে পাঁচ বছরে মোট ৬৫ লাখ টন সার আমদানি করা হবে।

    Progoti-Insurance-AAA.jpg

    বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির তৃতীয় সভায় প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

    অর্থনৈতিক সংক্রান্ত মন্তিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, আগামী পাঁচ বছরের জন্য প্রতিবছর ১৩ লাখ মেট্রিক টন করে নন-ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে করে প্রতিবছর খরচ হবে ৫ হাজার কোটি টাকা।


    তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় প্রতিবছর আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা এলটিআর ঋণগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে এ সার আমদানি করা হবে। টেকসই খাদ্য নিরাপত্তার জন্য জনস্বার্থে এবং নিশ্চয়তার সঙ্গে সার আমদানির প্রয়োজনে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে রাশিয়া, সৌদিআরব, মরক্কো, তিউনিশিয়া, জর্দান, বেলারুশ এবং কানাডা থেকে জি টু জি চুক্তির মাধ্যমে এসব সার আমদানি করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।

    আগামী ৫ বছরে এ দেশগুলোর সঙ্গে চুক্তি হবে। তবে কোনো দেশের সঙ্গে কত টাকা চুক্তি হবে তা ক্রয় সংক্রান্ত কমিটিতে আসবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৮:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি