• ৬৫ বছরের বেশি আর্থিক প্রতিষ্ঠানের পদেও নয়

    বিবিএনিউজ.নেট | ২৯ মার্চ ২০১৯ | ২:০০ অপরাহ্ণ

    ৬৫ বছরের বেশি আর্থিক প্রতিষ্ঠানের পদেও নয়
    apps

    ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেও ৬৫ বছরের বেশি বয়সের কেউ আর কোন পদে থাকতে পারবেন না।

    এতোদিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়া অন্যান্য পদে ৬৫ বছরের বেশি বয়সের কর্মকর্তারাও চুক্তিভিক্তিতে চাকরি করতে পারতেন। এখন আর পারবেন না। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    Progoti-Insurance-AAA.jpg

    আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বয়স ও নিয়মিত কর্মকর্তা/কর্মচারিদের অবসর গ্রহনের বয়সসীমা নির্ধারণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর অতিক্রান্ত কোন ব্যক্তি চুক্তিভিত্তিক পদে নিয়োজিত বা বহাল থাকতে পারবেন না। তবে, পরামর্শক ও উপদেষ্টা পদে বিশেষ প্রয়োজনে ৬৫ বছরের উর্ধ্বের কোন ব্যাক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ অথবা বহাল রাখা যাবে।

    এছাড়া নিয়মিত কর্মকর্তা/কর্মচারিদের অবসর গ্রহনের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য অবসরের বয়স বিষয়ক বিধি-বিধানের সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠান তাদের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে।


    গত ২৪ ডিসেম্বর ব্যাংকগুলোর জন্য একই ধরনের সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি