বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২১ মে ২০১৯ | প্রিন্ট | 433 বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ রাজিব দেওয়ান (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তার বাড়ি মুন্সীগঞ্জে।
গোপন সংবাদে সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট নং এসকিউ৪৪৬ রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ওই বিমানে আসা যাত্রী মো. রাজিব দেওয়ানকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় দেহ তল্লাশি করতে চাইলে তিনি কোনা রকমের সহযোগিতা না করে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
এর দীর্ঘক্ষণ পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করা হলে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপর তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা রঙয়ের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed