বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৮১ বছর বয়সে প্রথমবার মায়ের দেখা পেলেন মেয়ে

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১১ মে ২০১৯   |   প্রিন্ট   |   531 বার পঠিত

৮১ বছর বয়সে প্রথমবার মায়ের দেখা পেলেন মেয়ে

মানুষের পৃথিবীতে আগমন ঘটে মায়ের মাধ্যমে। কিন্তু আয়ারল্যান্ডের এক নারী ৮১ বছর বয়সে প্রথমবারের মতো তার মায়ের দেখা পেয়েছেন। প্রথমবার মাকে দেখার পর এইলিন ম্যাককেন নামের ওই নারী জানিয়েছেন, এতটা খুশি তিনি জীবনে আর কখনও হননি।

শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এইলিন ম্যাককেনের মায়ের বয়স এখন ১০৩ বছর। তিনি থাকেন স্কটল্যান্ডে। আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি।

গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিই’র লাইভলাইন নামের একটি অনুষ্ঠানের মাকে খুঁজে পাওয়ার আরজি জানান ম্যাককেইন। প্রায় ৬০ বছর ধরে সন্ধান চালিয়েও মাকে খুঁজে না পাওয়া এইলিন এ বছরের শুরুতে এক চিকিৎসক জানান, এইলিনের মাকে তিনি স্কটল্যান্ডে দেখেছেন।

মায়ের খোঁজ পেয়ে গত মাসেই স্কটল্যান্ডে ছুটে যান এইলিন। শেষ পর্যন্ত মা-মেয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। জন্মের পর প্রথমবারের মতো মায়ের দেখা পেয়েছেন তিনি। শনিবার তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।

এইলিন ম্যাককেন জানালেন, স্কটল্যান্ডে গিয়ে তিনি যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন। মাকে এমনভাবে দেখার পর মুহূর্তেই কেমন জানি বোধ করতে থাকেন।

এইলিনের ভাষায়, ‘আমি তাকে বলি যে আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন মা আমাকে বলেন, ‘‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’’ তখন আমি তাকে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’ একথা শুনে মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’

যে অনুষ্ঠানের মাধ্যমে মায়ের খোঁজ পেয়েছেন, সেই লাইভলাইনে নিজের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিয়ে বলেন, ‘প্রথম যখন আমার মায়ের খোঁজ পেলাম, তখন থেকেই আমি তাঁর দেখা পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী আমার মা। আমাকে তিনি আপন করে নিয়েছেন। তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে।’

তিন সন্তানের জননী এইলিন জানান, নিজের মাকে খুঁজে পাওয়ার পাশাপাশি তিনি জানতে পেরেছেন তার দু’জন সৎ ভাইও আছে। এইলিন বলেন, ‘আপনি ধারণাও করতে পারবেন না যে আমার জীবন কতটা বদলে গেছে। আমি এখন অনেক অনেক খুশি।’

Facebook Comments Box

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।