• বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে-২০১৯

    পুঁজিবাজার নিয়ে আশাবাদী ৮২ শতাংশ মানুষ

    | ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:১৮ পূর্বাহ্ণ

    পুঁজিবাজার নিয়ে আশাবাদী ৮২ শতাংশ মানুষ
    apps

    পুঁজিবাজার-সংশ্লিষ্ট ৮২ দশমিক  শতাংশ মানুষ আশা করছে, ২০১৯ সালে দেশের দুই স্টক এক্সচেঞ্জের পারফরম্যান্স আগের বছরের চেয়ে ভালো হবে। প্রায় অর্ধেক মানুষের বিশ্বাস এ বছর বাজার বেশ চাঙ্গা থাকবে। তবে দেশের অবকাঠামোগত সমস্যা এ বছরও বিনিয়োগ ও অর্থনীতির জন্য একটি বড় সমস্যা হিসেবে থেকে যাবে। শীর্ষস্থানীয় স্টক ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের রিসার্চ টিম পরিচালিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে ২০১৯’-এর ফলাফলে এ চিত্র উঠে আসে।

    গত জানুয়ারির ১ থেকে ২২ তারিখ পর্যন্ত পরিচালিত এ জরিপে বিভিন্ন পেশা ও প্রোফাইলের ১৩৩ জন ব্যক্তি অংশ নেয়। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৮২ শতাংশের বেশি উত্তরদাতা আশা করছে, ২০১৯ সালে শেয়ারবাজারের রিটার্ন আগের বছরের চেয়ে বেশি হবে। ৪৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করছে, ২০১৯ সালে দেশের শেয়ারবাজার বেশ চাঙ্গা থাকবে।

    Progoti-Insurance-AAA.jpg

    ৪৭ শতাংশ মনে করছে, বছর শেষে স্টক এক্সচেঞ্জে লেনদেনের দৈনিক গড় ৮০০ কোটি টাকার উপরে থাকবে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ছয় হাজার পয়েন্টের উপরে থাকবে। ২০১৮ সালে সূচকটি প্রায় ১৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে নেমে আসে। নির্বাচন-পরবর্তী আশাবাদের জোরে সূচকটি এখন ৫ হাজার ৮০০ পয়েন্টের উপরে অবস্থান করছে।

    প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করছে, এ বছর ডলারের বিপরীতে টাকার মান কমবে এবং ঋণের সুদ বাড়বে। ৫৪ শতাংশ মনে করছে, মূল্যস্ফীতি আগের বছরের চেয়ে বাড়বে।


    জরিপে অংশ নেয়া উত্তরদাতাদের মধ্যে ৩৫ দশমিক ১ শতাংশ বলছে, বাংলাদেশের অর্থনীতির জন্য এ বছর সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে থেকে যাচ্ছে অবকাঠামোগত সমস্যা। আর শেয়ারবাজারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিনিয়োগকারীদের আস্থাকে সবার উপরে তুলে এনেছে ৩২ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। এদিকে বাজারে এগিয়ে যাওয়ায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ফলাফলই মুখ্য ভূমিকা রাখবে— এমনটি বিশ্বাস করছে ৪১ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। ৫২ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা প্রতারণা ও কারসাজিকে ২০১৯ সালের শেয়ারবাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হিসেবে দেখছে।

    ৮২ শতাংশের বেশি উত্তরদাতা বিশ্বাস করে, দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সিংহভাগেরই জ্ঞান ও বিশ্লেষণভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার মতো আর্থিক সাক্ষরতা নেই।

    ৪৩ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা মনে করে, বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের সততা বাড়াতে আর্থিক প্রতিবেদন ও করপোরেট ডিসক্লোজারে স্বচ্ছতা অনেক বাড়ানো প্রয়োজন।

    ৮০ শতাংশ উত্তরদাতার মত, মানসম্মত রিসার্চ সমর্থিত আর্থিক পূর্বাভাস দেশের বাজারে বিনিয়োগ সিদ্ধান্তের মান বাড়াবে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে চীনা কনসোর্টিয়ামের অংশীদারিত্ব বাজারে অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে পরিবর্তন আনবে বলে মত দিয়েছে ৭০ শতাংশ উত্তরদাতা।

    উত্তরদাতাদের ৪২ শতাংশ ২০১৮ সালে মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। ৩০ শতাংশ মনে করছে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণেই গেল বছর বাজারে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছিল।

    ৫১ শতাংশের বেশি উত্তরদাতার বিশ্বাস, এ বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫-৪০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। ৭৭ শতাংশের বেশি মনে করছে, এ বছর প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বাড়বে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি