বিবিএনিউজ.নেট | বুধবার, ১০ জুলাই ২০১৯ | প্রিন্ট | 534 বার পঠিত
অগ্রণী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ উল্লাহ সম্প্রতি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি প্রধান শাখা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় বৈদেশিক বাণিজ্যসহ অন্যান্য ডেস্কে কাজ করেছেন। তিনি দুটি করপোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
মুহাম্মদ উল্লাহ ব্যাংকিং বিষয়ক দুটি গ্রন্থের প্রণেতা। তার রচিত ‘ডকুমেন্টারি ক্রেডিট ও বৈদেশিক বিনিময়’ গ্রন্থটি ব্যাংকার ছাড়াও অন্যান্য পেশাজীবীর কাছে ব্যাপকভাবে সমাদৃত ও জনপ্রিয় হয়। মুহাম্মদ উল্লাহ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
Posted ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed