নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 257 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেছেন, ‘আমরা শুধু বীমার ব্যবসাই করি না। সমাজ সেবামূলক কাজও করে যাচ্ছি। মাদক বিরোধী আন্দোলন, খেলাধুলাসহ বন্যাদুর্গতদের পাশেও দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘বীমা খাতের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামীতে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীমা খাতের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি আরো একধাপ এগিয়ে যাবে।’
শনিবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজারের হোটেল সী প্যালেসে পপুলার লাইফে ইন্স্যুরেন্স আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক সম্মেলনের মূল অনুষ্ঠানে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তিনি এসব কথা বলেন।
বি এম ইউসুফ আলী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালে বীমা কোম্পানিতে যোগদান করেছিলেন। জতির পিতা যে পেশা বেছে নিয়েছেন তা নিঃসন্দেহে একটি মহৎ পেশা এবং আমরা সে পেশাতেই আছি। এটা আমাদের মনে রাখতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারও বীমা খাতকে গুরুত্ব দিয়েছে। জাতীয় বীমা দিবসকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে অর্ন্তভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বীমা খাতে যে ইমেজ সংকট ছিল আমি মনে করি বর্তমানে তা নেই। বীমা মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। এই সঞ্চয়ই অর্থনৈতিক উন্নয়নকে আরো তরান্বিত করবে।’
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করে বিএম ইউসুফ আলী বলেন, ‘আইডিআরএ’র সার্কুলার বেশ কিছু কোম্পানি মানছে না। কমিশন ও সাংগঠনিক কাঠামোর সার্কুলারও মানছে না এসব কোম্পানি। এটা বীমা খাতের শৃঙ্খলার পরিপন্থী।’
বি এম ইউসুফ আলী বলেন, ‘পপুলার লাইফ দুই দশকে প্রায় ৪০ লাখ গ্রাহককে সাড়ে ৫ হাজার কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এই বীমা দাবি পরিশোধের মাধ্যমে ৪০ লাখ পরিবারের পাশে দাঁড়িয়েছে পপুলার লাইফ। এটাও এক প্রকারের মানবসেবা। আমরা মানুষ সেই সেবা দিয়ে নিজেদের গর্বিত মনে করি।’
তিনি বলেন, ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্সে এ বছর ৭ হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে। আগামী বছর ২৫ হাজার কর্মী নিয়োগ করবে। আগামী ৫ বছর বীমা খাতে পপুলার লাইফ শীর্ষস্থান দখল করবে বলে আমি আশাবাদি।’
Posted ১:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | rina sristy