নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 316 বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ভিন্ন খাতে ব্যবহার করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি আইপিওর অর্থ দিয়ে মূলধনী মেশিনারিজ কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৯৭২ টাকা সংগ্রহ করে। এই টাকা কোম্পানিটি আরএমজি খাতে ব্যবহারের পরিবর্তে ব্যাগ উৎপাদনের জন্য মূলধনী মেশিনারিজ কিনবে।
কোম্পানিটি আরও জানায়, আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করা হবে।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan