বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ই-রাজ’

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ০২ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   236 বার পঠিত

আসছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ই-রাজ’

শিগগিরই আসছে আরেকটি ই-কর্মাস প্ল্যাটফর্ম। ‘ই-রাজ’ নামের এই প্ল্যাটফর্ম নিয়ে আসছে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ।

ইভ্যালি, আলেশা মার্টসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ ও নানা সমালোচনার মধ্যে ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্য সামনে রেখেই এই প্ল্যাটফর্মটি নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

শনিবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ই-কমার্স সাইটের লোগো উন্মোচন করা হয়। এখান থেকে গ্রাহকরা মিনিস্টার গ্রুপের যেকোনো পণ্য কিনতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম (আইওআরবিএফ) এবং ডি-৮ সিসিআইয়ের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)-এর সভাপতি ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজ, ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুসহ প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ ফজলে ফাহিম বলেন, ‘কঠোর পরিশ্রম ও সততার ফলেই ২০ বছর ধরে মিনিস্টার গ্রুপ সুন্দর ও সফলভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে যে স্বল্পদামে ইলেকট্রনিক পণ্য পাওয়া যাচ্ছে, যা বিগত ১০ বছর আগেও কল্পনা করা যেত না। দেশীয় ইলেকট্রনিক কোম্পানির ফলে তা সম্ভব হয়েছে।’

‘এদিকে কয়েকটি কোম্পানির বিজনেস মডেলের কিছু ভুলের কারণে দেশের ই-কমার্স সাইটে বড় ধরনের ধস নেমেছে। আমরা আশা করব মিনিস্টার গ্রুপের ই-কমার্স সাইট ‘ই-রাজ’-এর বিজনেস মডেলেরর মাধ্যমে দেশের বাজারে আবারও ই-কমার্স সাইট মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে। এ ছাড়া এই বিজনেস মডেলের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা গড়ে উঠবে।’

অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্যেই মিনিস্টারের মানসম্মত পণ্যসম্ভার নিয়ে আমরা চালু করতে যাচ্ছি ‘ই-রাজ’ সেবা। যেখানে ঘরে বসেই ক্রেতারা সহজেই মিনিস্টারের ইলেকট্রনিক পণ্য ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য ক্রয় করতে পারবেন।’

‘আগামী মার্চে আমরা এই সেবা চালু করব। বর্তমানে বাংলাদেশের ই-কমার্স ইন্ড্রাস্টিতে যে ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা সেই সংকট কাটিয়ে ই-কমার্সের প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে সহায়তা করব। প্রযুক্তির এই যুগে আমরা ক্রমাগতই প্রযুক্তিনির্ভর হচ্ছি। সেই ধারণা দিয়েই আমার এই ই-কমার্স সাইট চালু করতে যাচ্ছি।’

‘ই-রাজ’-এর সেবাগুলোর মধ্যে থাকবে দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, মানসম্মত ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সমাহার।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।