শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হলেন হাবিবউল্লাহ ডন

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ২৪ মে ২০২১   |   প্রিন্ট   |   222 বার পঠিত

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হলেন হাবিবউল্লাহ ডন

২০২১-২০২৩ মেয়াদের জন্য এফবিসিসিআই-এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবউল্লাহ ডন।

তিনি সিআইএস-বিসিসিআই জয়েন্ট চেম্বারের সভাপতি। এর আগে তিনি বারভিডার তিন মেয়াদের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এএম গ্রুপের চেয়ারম্যান হাবিবউল্লাহ ডন একজন সফল ব্যবসায়ী।

এএম গ্রুপ ইতোমধ্যে বেশ সাফল্য অর্জন করেছে। গ্রুপের ব্যবসা পরিধি ও বিনিয়োগ ছড়িয়ে পড়েছে অটোমোবাইল, এভিয়েশন, হিউম্যান রিসোর্স, আইসিটি, কন্সট্রাকশন, রিটেল ফুড, অ্যাগ্রো ও লেদার সেক্টরে।

ডন বাংলাদেশের তৃতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে বিবেচিত এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির উপদেষ্টা।

এফবিসিসিআই-এর সহ-সভাপতি নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় হাবিবউল্লাহ ডন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ অর্জনের জন্য এফবিসিসিআই তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চালিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দুই হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে।

তিনি বলেন, করোনার কারণে গত দুই বছর বিশ্বের অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে আমাদের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৬৬ শতাংশ। জিডিপি ৩৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমাদের প্রায় ৭৮ শতাংশ রফতানি হয় ইউরোপ ও উত্তর আমেরিকায়। আগামীতে আমাদের রফতানি বাড়াতে হলে নতুন বাজার সৃষ্টি করতে হবে, যার জন্য এফবিসিসিআই কাজ করে যাবে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11169 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।