শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কন্টেইনার ওঠানামায় রেকর্ড চট্টগ্রাম বন্দরের

  |   বুধবার, ০৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   196 বার পঠিত

কন্টেইনার ওঠানামায় রেকর্ড চট্টগ্রাম বন্দরের

কন্টেইনার ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অক্টোবর মাসে ২ লাখ ৯৫ হাজার একক কন্টেইনার ওঠানামা হয়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের আট মাসের মধ্যে আগস্টে ২ লাখ ৭৬ হাজার একক কন্টেইনার ওঠানামা করে রেকর্ড গড়েছিল চট্টগ্রাম বন্দর। দুই মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে গেছে। অক্টোবরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে ১ লাখ ৫৭ হাজার একক কন্টেইনার, রপ্তানি ছিল ১ লাখ ৩৭ হাজার একক। একই সঙ্গে জাহাজ নোঙরেও রেকর্ড হয়েছে অক্টোবরে। গত মাসে ১৪১টি জাহাজ ভেড়ে বন্দর জেটিতে।

নতুন যন্ত্রপাতি যোগ হওয়া, বন্দরের ভেতর খালি জায়গার পরিমাণ বৃদ্ধি এবং বেশি সংখ্যায় কাস্টমস সদস্য কর্মরত থাকায় কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘অক্টোবরে বেশ কয়েকদিন ধর্মঘট ছিল। তা সত্ত্বেও কন্টেইনার ওঠানামায় রেকর্ড হয়েছে। এটা বন্দর ব্যবহারকারী ও বন্দর কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯৮ শতাংশ কন্টেইনার ওঠানামায় ব্যবহার হয় চট্টগ্রাম বন্দর। ১২টি জেটি ব্যবহার করে এসব কন্টেইনার ওঠানামা করা হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১১ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11187 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।