শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বেক্সিমকোর রেমডেসিভির

করোনার চিকিৎসার জন্য নিয়েছে নাইজেরিয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২০   |   প্রিন্ট   |   568 বার পঠিত

করোনার চিকিৎসার জন্য নিয়েছে নাইজেরিয়া

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত রেমডেসিভির (ব্র্যান্ডনাম বেমসিভির) নিয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়া। করোনায় আক্রান্ত দেশটির উচ্চ পদস্থ এক কর্মকর্তার চিকিৎসার জন্য বিশেষ বিমান পাঠিয়ে ১১ শিশি (ঠরধষ) বেমভির নিয়ে গেছে তারা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,নাইজেরিয়া সরকারের একজন উর্ধতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর এই রোগীর চিকিৎসার জন্য দেশটির ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল এর মহাপরিচালক গত ৪ জুন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে ১১ ভায়াল রেমডেসিভির সরবরাহের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায়।

ওই চিঠির প্রেক্ষিতে বেক্সিমকো ফার্মা অনুমতি চেয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে একটি আবেদন করে। মানবিক কারণে অধিদপ্তর এই ওষুধ রপ্তানিতে অনাপত্তি দিলে তা নাইজেরিয়ান কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়।

এর প্রেক্ষিতে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা গত শুক্রবার (৬ জুন)গভীর রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেনকে ফোন করেন।ওষুধ সংগ্রহের জন্য একটি বিশেষ বিমান (ঈযধৎঃবৎবফ চষধহব)পাঠালে সেটির ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা দিয়ে বিমানটি জেদ্দা হয়ে রোববার বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ওষুধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।

জানা যায়, এ সময় বেমসিভিরের পাশাপাশি কিছু পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে দেওয়া হয় তাদের।

জানা গেছে, ওসব ওষুধ ও চিকিৎসাসামগ্রির মানে সন্তুষ্ট হলে নাইজেরিয়ার সরকার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমদানি করতে চায়।

এদিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের সরকার বাংলাদেশের আরেকটি বড় ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মার কাছ থেকে তাদের উৎপাদিত রেমডেসিভির (ব্র্যান্ড নাম রেমভির) আমদানি করার আগ্রহ দেখিয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11169 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।