নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 373 বার পঠিত
প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।সরকার আশঙ্কা করছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এ জন্য এখন থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেই সেই এলাকা পুরোটা কঠোরভাবে ‘লকডাউন’ বা অবরুদ্ধ করা হবে। এত দিন সাধারণত মারা গেলেই সংশ্লিষ্ট এলাকা লকডাউন করা হচ্ছিল। এ ছাড়া এখন থেকে অতি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় আসতেও পারবেন না এবং যেতেও পারবেন না।
যে সব জায়গায় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, সেই এলাকা ও পার্শবর্তী এলাকা পুরোপুরি লক ডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি কারণ ছাড়া ঢাকার বাইরে কেউ যাবে না, আসবেও না। পিপিই, মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
Posted ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne