বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গবেষণা খাতে সহায়তা প্রদানে আগ্রহী গ্রামীণফোন

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   216 বার পঠিত

গবেষণা খাতে সহায়তা প্রদানে আগ্রহী গ্রামীণফোন

উচ্চশিক্ষায় গবেষণা খাতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটিকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের জন্য গবেষণায় বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি।

গ্রামীণফোনের গর্ভমেন্ট অ্যাকাউন্টস বিজনেসের পরিচালক নুরুল ফেরদৌস মুসান্নার নেতৃত্বে দুই সদেস্যের এক প্রতিনিধি দল গতকাল সোমবার ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি উচ্চশিক্ষায় গবেষণায় সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

সভায় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, যুগ্ম সচিব জাফর আহমদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

গবেষণায় সহায়তা বিষয়ে অধ্যাপক আলমগীর বলেন, বর্তমানে সরকার গুণগত উচ্চশিক্ষায় নজর দিয়েছে। উন্নত জাতি গঠন ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে উচ্চশিক্ষায় গবেষণা খাতে বিনিয়োগের বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে গ্রামীণফোনসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠনসমূহকে গবেষণায় সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনলাইন শিক্ষায় সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা দেশে করোনার প্রকোপ কমে গেলেও অব্যাহত রাখা এবং এটিকে ইউজার ফ্রেন্ডলি করার আহ্বান জানান অধ্যাপক আলমগীর। তিনি জিপির নেটওয়ার্কের কারিগরি দিকে নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ইউজিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রামীণফোন স্পেশাল প্যাকেজ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।