বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৬ দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্ট শুরু

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ২২ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   189 বার পঠিত

চট্টগ্রামে ৬ দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্ট শুরু

চট্টগ্রামে রোববার (২১ নভেম্বর) শুরু হয়েছে ৬ দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্ট-২০২১।

এ উপলক্ষে বন্দরনগরীর প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার পিএইচপি হাউসে ছিল নানা আয়োজন।

এতে স্বাগত বক্তব্য রাখেন পিএইচপি অটোমোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার পারভেজ। তিনি বলেন, আমরা চাই প্রায় সকলেই পুরাতন গাড়ি বাদ দিয়ে রিজনেবল প্রাইজে ব্র্যান্ডনিউ গাড়িতে চড়বে। আমাদের তৈরি করা গাড়িতে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি।

আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পোদ্যোক্তা পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

শিক্ষা উপমন্ত্রী নওফেল তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের উন্নয়ন দেখে বিশ্ব অবাক হয়েছে। আশা করি, আগামীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাবে। তিনি বলেন, আমাদের গর্ব, পিএইচপি পরিবার আজ গাড়ি তৈরি করছে। এ গাড়ি ইতোমধ্যে জনপ্রিয়তাও পেয়েছে। বক্তব্যে তিনি এ শিল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, পিএইচপি পরিবার দেশে শিল্পের বিকাশে অনন্য ভূমিকা রাখছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বক্তব্যে তিনি পিএইচপি ফ্যামিলির অগ্রযাত্রা কামনা করেন।

সমাপনী বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এ দেশ আজ সোনার বাংলা থেকে হিরার বাংলায় পরিণত হচ্ছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২২ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।