বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন কুষ্টিয়ার সাংবাদিকতার দিকপাল ওয়ালিউল বারী

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   282 বার পঠিত

চলে গেলেন কুষ্টিয়ার সাংবাদিকতার দিকপাল ওয়ালিউল বারী

কুষ্টিয়া থেকে সর্বপ্রথম প্রকাশিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক ওয়ালিউল বারী চৌধুরী গত শনিবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন । তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের জড়িত ছিলেন। আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর প্রথম জেলা গভর্নর ছিলেন তিনি ।

ওয়ালিউল বারী চৌধুরী সাংবাদিকতার যাত্রা শুরু করেছিলেন ‘weekly East Pakistan’ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে। ১৯৬৪ সালে সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার সম্পাদক, স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তাঙ্গন থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্র ‘স্বাধীন বাংলা’ পত্রিকার সম্পাদক, স্বাধীনতার পর তাঁর সম্পাদনায় মাসিক ‘ইস্পাত’, যা ১৯৭৫ সাল থেকে সাপ্তাহিক ইস্পাত হিসেবে প্রকাশিত হয়ে আসছে।

খুলনা বিভাগের একমাত্র পত্রিকা হিসেবে ‘ইস্পাত’ তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। যা মৃত্যুর আগ পর্যন্ত এই পরিচয় বহন করেছে।

কুষ্টিয়ার প্রায় সবকটি সামাজিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য তিনি। রেডক্রিসেন্ট, শিশু হাসপাতাল, লালন একাডেমি, শিল্পকলা একাডেমি, এপেক্স ইন্টারন্যাশনাল ক্লাব, কমিশনার বাংলাদেশ স্কাউট, ছাত্রকল্যাণ ফাউন্ডেশন, কুষ্টিয়া প্রেসক্লাবসহ আরো অনেক সংগঠন।

তিনি দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। বিভিন্ন সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের আমন্ত্রণে তিনি পৃথিবীর ২৭টি দেশ সফর করেছেন। কুষ্টিয়ার বহু সাংবাদিকের শিক্ষাগুরু এই মানুষটি তার অসংখ্য গুণগ্রাহীদের ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেলেন। সাংবাদিকতার এই দিকপালকে শ্রদ্ধা জানাই।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।