বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | প্রিন্ট | 589 বার পঠিত
দেশের জীবন বীমাখাতে ২০১৮ বছরে নতুন প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি কমেছে ৬.৭৭ শতাংশ। সম্প্রতি অনুষ্ঠিত ‘বীমা মেলা ২০১৮’ উপলক্ষে প্রকাশিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) স্যুভেনিরে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জীবন বীমাখাতে নতুন প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯ কোটি টাকা। যার প্রবৃদ্ধি দাঁড়ায় ৯.১৬ শতাংশ। অন্যদিকে ২০১৭ সালে জীবন বীমাখাতের নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা; যার প্রবৃদ্ধি ছিল ১৫.৯৩ শতাংশ। সে হিসেবে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি কমেছে ৬.৭৭ শতাংশ।
এর আগে ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ২ হাজার ৪০৯ কোটি টাকা; প্রবৃদ্ধি ছিল ১৪.৬৭ শতাংশ, ২০১৫ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ২ হাজার ১০১ কোটি টাকা; প্রবৃদ্ধি ছিল ১১.৪১ শতাংশ।
তবে জীবন বীমাখাতে উল্লেখযোগ্যহারে প্রবৃদ্ধি বেড়েছিল ২০১০ ও ২০১৪ সালে। ২০১০ সালে ২ হাজার ১৬৩ কোটি টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করে লাইফ বীমাখাতের প্রবৃদ্ধি ছিল ১৯.৮২ শতাংশ এবং ২০১৪ সালে লাইফখাতে নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ১ হাজার ৮৮৬ কোটি টাকা। যার প্রবৃদ্ধি বেড়েছিল ১৮.৭২ শতাংশ।
অন্যদিকে ২০১১, ২০১২ ও ২০১৩ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহে জীবন বীমাখাতে কোনো প্রবৃদ্ধি ছিল না। ২০১১ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ২ হাজার ৪৪ কোটি টাকা, প্রবৃদ্ধি কমেছিল ৫.৫০ শতাংশ, ২০১২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ১ হাজার ৭৩৫ কোটি টাকা, প্রবৃদ্ধি কমেছিল ১৫.১৩ শতাংশ এবং ২০১৩ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ১ হাজার ৫৮৯ কোটি টাকা, প্রবৃদ্ধি কমেছিল ৮.৪৪ শতাংশ।
এদিকে বিদায়ী বছরে জীবন বীমাগুলোর মোট প্রিমিয়াম আয় ছিল ৯ হাজার ৫৬ কোটি টাকা। আর ২০১৭ সালে মোট প্রিমিয়াম আয় ছিল ৮ হাজার ১৯৮ কোটি টাকা। হিসাব অনুযায়ী, বছরটিতে মোট প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি বেড়েছে ২.৪২ শতাংশ।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed