শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টানা ছুটির পর ঊর্ধ্বমুখী বাজার

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   196 বার পঠিত

টানা ছুটির পর ঊর্ধ্বমুখী বাজার

ব্যাংক হলিডে, সাপ্তাহিক দুইদিন ছুটিসহ রোববার বন্ধের পর আজ থেকে পুঁজিবাজারে লেনদন শুরু হয়েছে।

এদিন সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে আগের কার্যদিবস থেকে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৩ বছর পর ৬২০০ পয়েন্ট অতিক্রম করেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ২১৯.৯৪ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ৩ বছর ৫ মাস ১০ দিন বো ৭৯২ কার্যদিবস পর ছয় হাজার ২০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি সূচকটি ছয় হাজার ২০০ পয়েন্টের ঘরে অবস্থান করেছিল। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৩২৬.৭২ পয়েন্টে এবং দুই হাজার ২২৫.১২ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৩টির বা ৬৫.১৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩১.৩০ শতাংশের এবং ১১টির বা ২.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪০.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৫.৬২ পয়েন্টে।

সিএসইতে আজ ৩০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৫টির দর বেড়েছে, কমেছে ৭১টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।