নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 98 বার পঠিত
আজ ২৭ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।
এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৬০ পয়সা।
আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৩০ পয়সা।
অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৭১ শতাংশ কমেছে।
আজ দর পতন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু এগ্রো। এদিন ডিএসইতে কোম্পানির দর কমেছে ৩.৬৯ শতাংশ।
আজ ডিএসইর দরপতন তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির দর কমেছে ৩.৫৬ শতাংশ।
৩.৪১ শতাংশ দর কমে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে সোনালী পেপার।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্সুরেন্সের ৩.০৮, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৯৯, প্রাইম ব্যাংকের ২.৯১, ওয়ান ব্যাংকের ২.৮৩, মেট্রো স্পিনিংয়ের ২.৮২ এবং সি পার্ল হোটেলের ২.৬৫ শতাংশ দর কমেছে।
আগের কার্যদিবসে ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছিল বেঙ্গল উইন্ডসোস থার্মোপ্লাস্টিকসের।
এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ওইদিন ডিএসইতে লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা ২০ পয়সা।
অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৬৮ শতাংশ কমেছির।
উল্লেখ্য, আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮ টির দর বেড়েছে, ৭৫ টির দর কমেছে, ১৮৬ টির দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
Posted ৮:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan