নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 90 বার পঠিত
আজ ১২ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিলিভার কনজুমার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২ হাজার ৮৪৯ টাকা।
আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা পয়সা।
অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০.১৭ শতাংশ বেড়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪.৪৩ শতাংশ দর বেড়েছে মুন্নু এগ্রোর। এরপর তৃতীয় সর্বোচ্চ ৪.১৯ শতাংশ দর বেড়েছে রেনউইক যজ্ঞেশ্বরের।
তালিকায় থাকা চতুর্থ সর্বোচ্চ ২.২৪ শতাংশ দর বেড়েছে আলহাজ টেক্সটাইলের। এরপর সর্বোচ্চ ফাইন ফুডসের ২.১৪ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ইন্সুরেন্সের ২.১৩, ওয়াইম্যাক্সের ১.২০, আইটি কনসালটান্টসের ১.০৯, রংপুর ফাউন্ড্রির ০.৯০ এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ০.৫৯ শতাংশ দর বেড়েছে।
Posted ৬:০৭ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan