নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত
আজ ০৫ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।
আর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই এ্যালুমিনিয়াম, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, এমারেল্ড ওয়েল, নাভানা সিএনজি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan