নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 68 বার পঠিত
আজ ১৩ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বুধবার ফু-ওয়াং ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফ বাংলাদেশের ৯.৯৪ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৯০ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৯.৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৭৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.০১ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৯৮ শতাংশ, দ্যা ঢাকা ডায়িংয়ের ৮.৩৩ শতাংশ, জেনারেশন নেক্সট এর ৭.৮৯ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৭.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ৯:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan