নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 93 বার পঠিত
আজ ১৩ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪১ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকাবা ৯.৫৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৮.৩৬ শতাংশ, আরামিট লিমিটেডের ৮.৩৫ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৮ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৫.৮০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.৭৪ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ৫.৪৪ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৫.৪০ শতাংশ, সোনালী পেপারের ৫.১৮ শতাংশ এবং ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের ৩.৮৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ৪:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan