নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
আজ ২৮ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আজ কোম্পানিটির ১৫ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকার।
১৪ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সী ফুড, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, বিডি থাই এ্যালুমিনিয়াম, এমারেল্ড ওয়েল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
Posted ৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan