নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 198 বার পঠিত
৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সায়। আগের অর্থবছরের একই সময়েযা ছিল ৮ টাকা ৩৬ পয়সা।
আগামী ১৪ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি।
এদিকে, প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, যা গত একই সময়ে ছিল ১৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৯ পয়সা।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan