বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পণ্যের দাম বাড়াতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ১৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   137 বার পঠিত

পণ্যের দাম বাড়াতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ

বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়াতে যুক্তরাজ্যের ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান।

বাংলাদেশ থেকে পোশাক ক্রয়কারী ব্রিটিশ ব্র্যান্ড এবং রিটেইলারদেরকে নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। লন্ডনের ইস্ট ইন্ডিয়া ক্লাবে শুক্রবার বৈঠকটি হয়।

বিজিএমইএ সভাপতি জানান বিশ্বব্যাপী সরবরাহ চেইনে সুতা, রাসায়নিক এবং অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় পোশাক পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। এই প্রেক্ষিতে, তিনি যুক্তরাজ্যের ব্র্যান্ড এবং রিটেইলারদেরকে দাম বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘সামাজিকভাবে ও নৈতিকভাবে পণ্য উৎপাদনের জন্য কেউ কম দামকে সমর্থন করতে পারে না।’

যুক্তরাজ্যের ব্র্যান্ড ও রিটেইলারদেরকে তাদের বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি, যাতে করে হাই-অ্যান্ড পণ্যের উন্নয়ন ও উৎপাদনে বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখতে পারে।

ফারুক হাসানের উপস্থাপনায় বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতাদের চাহিদা মেটাতে পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে পণ্য ও বাজার বৈচিত্রকরণ, উদ্ভাবন ও মূল্য সংযোজন এবং প্রযুক্তির আপগ্রেডিং প্রভৃতি ক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর দিকে শিল্প যে ক্রমেই মনোযোগী হচ্ছে, তা তুলে ধরেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৈঠকে কর্মক্ষেত্রে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং নৈতিক উৎপাদনে বাংলাদেশের পোশাক শিল্পের অনন্য অর্জন সম্পর্কে যুক্তরাজ্যের ব্র্যান্ডগুলো এবং ব্যারনেস লোলা ইয়ং’কে অবহিত করেন।

তিনি আগামী দিনগুলোতে এসব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ধরে রাখার বিষয়ে পোশাক শিল্পের দৃঢ় প্রত্যয় জোরালোভাবে ব্যক্ত করেন।

তিনি বিশ্বে পোশাক সোর্সিং এর একটি নিরাপদ, টেকসই এবং প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে বাংলাদেশের খ্যাতি ধরে রাখার জন্য দেশের পোশাক খাতের উন্নয়নে নির্ধারিত ভবিষ্যত অগ্রাধিকারগুলোর ওপরও আলোকপাত করেন।

বৈঠকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর এথিকস অ্যান্ড সাসটেইনিবিলিটি ইন ফ্যাশনের কো-চেয়ার, হর্নসি’র ব্যারনেস লোলা ইয়ং উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।