শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পতনের ধারা অব্যাহত

  |   রবিবার, ২৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   82 বার পঠিত

পতনের ধারা অব্যাহত

সপ্তাহের শুরুতেই বড় পতনের ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল রোববার মূল্য সূচক পতনের পাশাপশি কমেছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনভর টানা পতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২ পয়েন্টে। যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০২১ সালের ২৯ জুন সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। গতকাল ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০৫ কোটি ৯৫ লাখ টাকা কম। গত সপ্তারের শেষ দিবসে ডিএসইতে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৪ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৫৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। গতকাল লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ফাস ফাইন্যান্সের। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ফাস ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৫ টাকা ১০ পয়সা। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সা। অর্থাৎ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফাস ফাইন্যান্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে আছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর যা ৯.৮০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের বেড়েছে ৭.৪২ শতাংশ। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইউনিয়ন ক্যাপিটালের ৭.১৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.৪১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৬.৩৮ শতাংশ, প্রাইম-১ম আইসিবিএ মিউচুয়াল ফান্ডের ৫.৩৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৪৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৫১ শতাংশ, তশরিফা ইন্ডাট্রিজের ৩ শতাংশ দর বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০৭ পয়েন্টে। বাজারটিতে ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৭ টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮টির। এছাড়া সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৯ টাকা। আগের দিন লেনদেন হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৫২৮ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।