বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 340 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৬ হাজার ১৪ জন গ্রাহকের ১৬ কোটি ১২ লাখ ২ হাজার ৮৮ টাকার চেক হস্তান্তর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে চেক হস্তান্তর করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম।
সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।বিএম ইউসুফ আলী বলেন, দেশের বীমাখাতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য আমরা বীমা দাবি পরিশোধ জোরদার করেছি। তিনি দাবি পরিশোধে ৭ দিনের বেশি সময় না নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সরওয়ার আলম, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মুহম্মদ হিরুজ্জামান, পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী প্রমুখ।
Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed