বুধবার ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরের প্রথম সপ্তাহ

পুঁজিবাজারে পরিবর্তনের আশায় বিনিয়োগকারীরা

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   317 বার পঠিত

পুঁজিবাজারে পরিবর্তনের আশায় বিনিয়োগকারীরা

একের পর এক টিকা আবিষ্কার এবং এর প্রয়োগ শুরুর খবরে বিনিয়োগকারীরা মনে করছেন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর সেই ঢেউ আছড়ে পড়বে পুঁজিবাজারে। ব্যবসা বাড়লে বাড়বে কোম্পানির মুনাফা। এ আশায় পুরোনো বিনিয়োগকারীদের বড় অংশ নতুন করে বিনিয়োগে ফিরছেন, আসছেন নতুনরাও। বিনিয়োগকারীদের আশায় ভর করে নতুন বছরের প্রথম কার্যদিবসে এক অর্থে উড়াল দিয়ে যাত্রা করেছে পুঁজিবাজার। বছরের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। স্বাভাবিক লেনদেনে এর আগে বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল চার বছর আগে ২০১৭ সালের ২৪ জানুয়ারি।

নতুন বছরের প্রথম লেনদেন দিনের এমন উত্থানে স্বভাবতই বাজার-সংশ্লিষ্ট সবাই খুশি। তবে সতর্কভাবে বিনিয়োগ করার পরামর্শও দিয়েছেন বিএসইসির চেয়ারম্যানসহ বাজার বিশ্লেষকরা। এরপর প্রথম সপ্তাহের লেনদেন চিত্রেও বাজারের তেজিভাব লক্ষ করা যায়। যার ফলে বিনিয়োগকারীদের আশা জাগাটাই স্বাভাবিক।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ব্রোকারেজ শাখা খোলা এবং ডিজিটাল বুথ স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পুঁজিবাজারকে নিয়ে যাওয়ার পদক্ষেপ রয়েছে।

তবে বছরের প্রথম দিনের উত্থান হঠাৎ কোনো ঘটনা নয়। গত বছরের শেষদিকে বাজারে উত্থান শুরু হয়। এর পেছনে বড় ভূমিকা রাখছে করোনা ভাইরাস মহামারীকে রুখে দিতে টিকা আবিষ্কার এবং দ্রুত এর প্রয়োগ শুরুর খবর। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুঁজিবাজারে সুশাসন ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আমূল পরিবর্তন। বিশেষত. বিনিয়োগকারীদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেবেন না এবং তাদের কষ্টার্জিত অর্থের বিনিয়োগ নিয়ে কেউ নয়ছয় করতে পারবে না- বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কমিশনের এমন আশ্বাস। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এ আস্থার পরিবেশ বাজারকে এগিয়ে নিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাজার শক্ত ভিতের ওপর দাঁড় করাতে বিনিয়োগকারীদের আস্থা অর্জনকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে বলেই মনে হচ্ছে। বিগত বছরগুলোতে যেসব ইস্যু বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরায়, সেগুলোর সমাধানে উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অতীতে তালিকাভুক্ত অনেক কোম্পানির পরিচালকদের যারা শেয়ার বিক্রি করে পালিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিনিয়োগকারীদের আশাবাদী করেছে। তাই নতুন বছরে পরিবর্তনের আশা করছেন তারা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।