শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   57 বার পঠিত

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যা

ন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে এ খবরে বাজার কিছুটা গতিশীল হয়।
দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর ফলে বেশ কয়েকদিন দরপতনের পর টানা দুদিন সূচক বাড়ল পুঁজিবাজারে।

ডিএসই’র তথ্যমতে, বুধবার বাজারটিতে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার ৪০৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ২৯১ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৮টি কোম্পানি। তাতে এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসেস, আনোয়ারা গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিক এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৫ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৮টির ও ৯৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।