বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 574 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পারি লিমিটেডের ১৪তম, ১৫তম এবং ১৬তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেনে কোম্পানি চেয়ারম্যান। আবদুল মালেক। পাশে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক দীপেন কুমার সাহা রায়, কোম্পানির চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ, পরিচালক বজলুর রশিদ, বাবেল মিয়া, মিজানুর রহমান, কামাল মিয়া, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল মুক্তাদির, ওয়াফী এস এম খান, নাজিম তাজিক চৌধুরী, নাহিদ চৌধুরী, সেলিম রেজা এফসিএ, জাকারিয়া আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা দীপেন কুমার সাহা রায় এফসিএ।
সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. জহিরউদ্দীন। প্রতিষ্ঠানটি ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে সাধারণ শেয়ারহোল্ডার সম্মতিতে অনুমোদিত হয়।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৪, ১৫ ও ১৬তম বার্ষিক সাধারণ সভাঢ উপস্থিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা।
আলোচ্য বছরে কোম্পানির মোট লাইফ ফান্ডের পরিমাণ হয়েছে ২৭০ কোটি টাকা, যা পূবের্র বছরের তুলনায় ৭ কোটি টাকা বেশি। এছাড়া মোট বিনিয়োগ ছিল ২৬৩ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১২ কোটি টাকা বেশি। যার প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.১৪%। এ বছর প্রতিষ্ঠানটি ৬০ কোটি টাকার বীমাদাবির নিষ্পত্তির বিপরীতে এফডিআর রয়েছে ৫০ কোটি টাকা।
আলোচ্য বছরে মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৯০ কোটি টাকা। যার মধ্যে ১ম বর্ষে ২২ কোটি ২০ লাখ এবং নবায়ন প্রিমিয়াম ছিল ৬৩ কোটি ২৯ লাখ টাকা।
Posted ১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed