শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজাজের থ্রি হুইলার উৎপাদন করবে রানার অটো

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   268 বার পঠিত

বাজাজের থ্রি হুইলার উৎপাদন করবে রানার অটো

দেশে বাজাজের থ্রি হুইলার উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড। এজন্য ময়মনসিংহের ভালুকায় নতুন করে কারখানা স্থাপন করছে কোম্পানিটি । তবে প্রথম পর্যায়ে এ কারখানায় থ্রি হুইলার সংযোজন ও কিছু যন্ত্রাংশ উৎপাদন হবে। পর্যায়ক্রমে কোম্পানিটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, থ্রি হুইলার উৎপাদনের বিষয়ে সম্প্রতি ভারতের বাজাজ অটো লিমিটেড ও রানার অটোমোবাইলস একটি চুক্তি সই করেছে।

এই চুক্তির অধীনে বাজাজ অটো লিমিটেড রানার অটোমোবাইলসকে আরই ফোরসি থ্রি হুইলার সংযোজন, উদপাদন এবং যন্ত্রাংশ ও উপাদানগুলোর স্থানীয়করনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে বলে রানারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, এর মাধ্যমে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি হুইলার ব্র্যান্ডের কারখানা তৈরী ও উদপাদন হতে যাচ্ছে।

এক্ষেত্রে রানার অটোমোবাইলস প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যার একটি অংশ আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে অর্থায়ন করা হবে। নতুন উদপাদন কারখানাটি ভালুকা, ময়মনসিংহে স্থাপিত হবে।

রানারের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, এটি বাংলাদেশে অটোমোবাইল উদপাদন সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষতার বিকাশের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। থ্রি হুইলার উৎপাদন ও বিপণনে বাজাজ বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে এবং আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত । রানার অটোমোবাইলস লিমিটেডের এই উদ্যোগটি সরকারের হালকা প্রকৌশল খাতকে অগ্রাধিকার হিসাবে গড়ে তোলার সাথে ও সামঞ্জস্যপূর্ণ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৯:২২ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।