বিবিএনিউজ.নেট | সোমবার, ০৯ মার্চ ২০২০ | প্রিন্ট | 425 বার পঠিত
রাজধানীর উত্তরায় বাইলজুড়িতে (রোড নং ৪/এ, প্লট নং ৪, সেক্টর ১৫/এইচ) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নিজস্ব জমিতে ‘বিআইএ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
পরে ‘মুজিববর্ষে বীমা দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, এক্সিম ব্যাংকের পরিচালক একেএম নূরুল ফজল বুলবুল, বিজিআইসির চেয়ারম্যান তৌহিদ সামাদ, পপুলার লাইফের এমডি ও সিইও বিএম ইউসুফ আলী, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার। অনুষ্ঠানে বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed