শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিকেলে রিং সাইনের সঙ্গে বৈঠকে বসবে বিএসইসি

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   268 বার পঠিত

বিকেলে রিং সাইনের সঙ্গে বৈঠকে বসবে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইলের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে ও উন্নয়নের দিকনির্দেশনা দিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য কোম্পানির পরিচালনা পর্ষদকে আজ বিকাল সাড়ে ৪টায় ডেকেছে কমিশন।

এর আগে গত ২৬ জানুয়ারি রিং সাইনের পুনরায় উৎপাদন শুরুর মাধ্যমে ব্যবসা উন্নয়নের লক্ষ্যে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি। এ পুনর্গঠিত কোম্পানির সার্বিক খোঁজখবর ও উন্নতির জন্য দিকনির্দেশনা দেওয়ার জন্যই তাদেরকে ডাকা হয়েছে।

জানা গেছে, রিং সাইনের উৎপাদন শুরু ও উন্নয়নে কমিশন কোম্পানিটির সার্বিক বিষয় তদারকি করছে। যে কোম্পানিটির উন্নয়নে পর্ষদে ৭জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে।

স্বতন্ত্র পরিচালকেরা হলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি মেজবাহ উদ্দিন (পিআরএল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ল্যাদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক ড. মোহাম্মদ সগির হোসাইন খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ফোরোজ আলী, পাওয়ার গ্রীডের স্বতন্ত্র পরিচালক ইসতাক আহমেদ শিমুল এবং অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের সাবেক মহা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।