বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে লন্ডনে বিনিয়োগ সম্মেলন আজ

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   196 বার পঠিত

বিদেশি বিনিয়োগ আকর্ষণে লন্ডনে বিনিয়োগ সম্মেলন আজ

বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে আজ বৃহস্পতিবার লন্ডনে উদ্বোধন করা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্যের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ লন্ডন সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে। স্কটল্যান্ডে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে বর্তমানে প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস মিলে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

এর আগে বিএসইসি দুবাই, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে এই ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছিল। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যের দুটি শহরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এদিকে সম্মেলন উদ্বোধনের আগে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রকেন্দ্রিক মরগ্যান স্টেনলি, ইউক্রেনভিত্তিক সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান জেডএ ক্যাপিটাল অ্যাডভাইজরিসহ বেশ কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছে বিএসইসির কর্মকর্তারা। বৈঠকে নেতৃত্ব দেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

বিজ্ঞাপন

বিএসইসি কর্মকর্তারা জানান, বৈঠকে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের প্রতি বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠানগুলোও এ সময় বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়।

লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে অনুষ্ঠিতব্য আজকের সম্মেলনের মূল প্রতিপাদ্য টেকসই প্রবৃদ্ধি অংশীদারত্ব গড়ে তোলা। আয়োজকেরা জানান, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী সামর্থ্যবান অনেক বাংলাদেশি রয়েছেন যাঁরা বিনিয়োগে আগ্রহী। তাঁদের সামনে বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রগুলো তুলে ধরা হবে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১০টায় আজ সম্মেলনের উদ্বোধনের পরপর খাতভিত্তিক একাধিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ থেকে আসা বিনিয়োগ সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেবেন এবং কোন কোন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা তুলে ধরবেন।

এ ছাড়া সম্মেলন কেন্দ্রে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।
লন্ডনের আজকের সম্মেলনের পর ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা আশা করছেন, এ দুটি সম্মেলনের পর বাংলাদেশের শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়তে পারে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।