বিবিএনিউজ.নেট | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 500 বার পঠিত
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী মিজানুর রহমান। গ্রুপ বীমার আওতায় আসার মাত্র চারদিনের মাথায় মারা যান। পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মচারীর মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
রোববার মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়। জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
জেনিথ ইসলামী লাইফ থেকে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানিয়েছেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুবাদে বার্ষিক ৭৪৫ টাকার বিনিময়ে চলতি বছরের ৩ আগস্ট গ্রুপ বীমার সদস্য হয়েছিলেন ময়মনসিংহের মো. মিজানুর রহমান।
গ্রুপ বীমার সদস্য হওয়ার পর মাত্র চারদিনের মাথায় ৭ আগস্ট কর্মক্ষেত্রে মারা যান মিজানুর রহমান। তার অবর্তমানে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য জেনিথ ইসলামী লাইফের সঙ্গে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তি মোতাবেক পাঁচ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করা হয়েছে।
সমিতির জিএম এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি এইচ এম মোবারক উল্লাহর কাছে চেকটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের ডিজিএম মো. নিজাম উদ্দিন, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মনিরুল ইসলাম এবং মুন্সীগঞ্জ পুলিশ সুপার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed