শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ০২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   338 বার পঠিত

বেড়েছে সূচক ও লেনদেন

দেশের উভয় পুঁজিবাজারে গতকাল মঙ্গলবার সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৮.২৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৬৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৭৪ পয়েন্টে, ২১০৮.১৫ পয়েন্টে এবং ১১৭৪.২২ পয়েন্টে।

গতকাল ডিএসই ৭৮৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৬৫.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ৯.৮০ শতাংশের এবং ৮৯টির বা ২৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬.০৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।